ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের কাহিনী শুনলেন জর্দান রাজকন্যা

প্রকাশিত: ০৬:০৩, ২২ জানুয়ারি ২০১৯

রোহিঙ্গা নির্যাতনের কাহিনী শুনলেন জর্দান রাজকন্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তের কোনারপাড়া নো মেনস ল্যান্ডের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জর্দানের রাজকন্যা প্রিন্সেস সাফা ফিরাজ। তিনি সোমবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সাড়ে ১১টার দিকে কোনারপাড়া ক্যাম্প পরিদর্শনে যান। -খবর ওয়েবসাইটের। এসময় ফিরাজ রোহিঙ্গাদের মুখে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী শুনেন এবং রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেন। তবে এ সময় তিনি সাংবাদিকদের কাছে কোন ধরনের বক্তব্য দেননি। ঘুমধুম তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পের মাঝি রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, তিনি দুপুর পৌনে ১২টার দিকে কোনারপাড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন। এসময় আমাদের কাছে বর্তমানে জরুরী কি সমস্যা আছে তা জানতে চান। আমরা তাকে বলেছি, রোহিঙ্গা শিবিরে আমরা ভাল নেই। আমরা আমাদের সব অধিকার নিয়ে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে ফিরে যেতে চাই।
×