ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ কোম্পানির বোতলজাত পানি মানহীন, আদালতে রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৩, ২২ জানুয়ারি ২০১৯

পাঁচ কোম্পানির বোতলজাত পানি মানহীন, আদালতে রিপোর্ট

স্টাফ রিপোর্টার ॥ পানি সরবরাহকারী এ্যাকোয়াসহ পাঁচটি কোম্পানির পানি মানহীন বলে আদালতকে জানিয়েছে বিএসটিআই। এ্যাকোয়া ছাড়া বাকি চারটি কোম্পানি হলো-ইয়াম্মি ইয়াম্মি, ওসমা, সিনমিন, সিএফবি। পরে এই পাঁচ কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমম্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে সোমবার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে বয়সের সঠিক তথ্য গোপন করে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিটে (সিএমএমইউ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে চাকরি নেয়ার অভিযোগে মোঃ তোজাম্মেল হোসেনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে থাকা মামলাটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলাটি চলতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। তথ্য গোপন করে চাকরি মামলা চলবে ॥ বয়সের সঠিক তথ্য গোপন করে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিটে (সিএমএমইউ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে চাকরি নেয়ার অভিযোগে মোঃ তোজাম্মেল হোসেনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে থাকা মামলাটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
×