ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের অবস্থান সুরক্ষিত করা প্রয়োজন’

প্রকাশিত: ০৬:০২, ২২ জানুয়ারি ২০১৯

‘নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের অবস্থান সুরক্ষিত করা প্রয়োজন’

স্টাফ রিপোর্টার ॥ ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি মনে করে, জাতীয় নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের ঐক্যবদ্ধতা ও এযাবৎ কালের অবস্থান, আচরণ সুরক্ষিত করা প্রয়োজন। সোমবার গণমাধ্যমে পাঠানো বার্তায় দলটির পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, ‘সম্প্রতি ১৪ দলের প্রাসঙ্গিতা ও অবস্থান নিয়ে কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য এসেছে। এই পরিপ্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টি স্পষ্টভাবে মনে করে, ২০০৪ সালে যেসব ভিত্তিতে ১৪ দল গঠিত হয়েছিল তার মূল বিষয়গুলো এখনও প্রাসঙ্গিক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নিরঙ্কুশ বিজয় লাভ করলেও, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির তৎপরতা অব্যাহতভাবে বিদ্যমান। এই অবস্থায় জাতীয় নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের ঐক্যবদ্ধতা ও এযাবৎ কালের অবস্থান, আচরণ সুরক্ষিত করা প্রয়োজন। ওয়ার্কার্স পার্টি সেই লক্ষ্যে তার তৎপরতা অব্যাহত রাখবে। দলের পলিটব্যুরোর সভায় এসব বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সব জেলা কমিটিকে দলীয় প্রার্থী বাছাইসহ সব প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ, নূর আহমেদ বকুল, হাজেরা সুলতানা, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ অংশ নেন।
×