ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিরল ঘটনা বটে!

প্রকাশিত: ০৬:০১, ২২ জানুয়ারি ২০১৯

বিরল ঘটনা বটে!

দুই বাঘের মধ্যে তুমুল লড়াই। লড়াই শেষে মৃত বাঘকে ছিঁড়ে খাচ্ছে অপর বাঘ! ভারতের মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কে সম্প্রতি দুই বাঘের লড়াই ঘিরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বনকর্মীদের। নিছক লড়াই, না কি এলাকা দখলের জন্য এই ঘটনা- এই মুহূর্তে এটাই সব থেকে বেশি ভাবাচ্ছে বনকর্মীদের। দুই বাঘের লড়াই কিছু বিচিত্র নয়, কিন্তু লড়াই শেষে মৃত বাঘকে ছিঁড়ে খাচ্ছে অপর বাঘ, এই দৃশ্য একেবারেই বিরল। কানহার ফিল্ড ডিরেক্টর কে কৃষ্ণমূর্তির কথায়, ‘দুটো বাঘের লড়াই বেধেছে এই খবর পেয়ে জঙ্গলের কোর এলাকায় গিয়েছিলেন বনকর্মীরা। লড়াই চলছিল একটা পূর্ণবয়স্ক পুরুষ বাঘ ও একটি কমবয়সী বাঘিনীর মধ্যে। বাঘিনী যুদ্ধে পরাজিত হবে এটাই নিশ্চিত ছিল। সে জন্য বাঘিনীকে উদ্ধার করতে গিয়েছিলেন বনকর্মীরা।’ কৃষ্ণমূর্তি জানান, ঘটনাস্থলে পৌঁছে অবাক হয়ে যান বন বিভাগের কর্মীরা। তারা দেখেন, বাঘিনীর দেহ ছিঁড়ে খেয়ে গিয়েছে ওই পুরুষ বাঘটি। কৃষ্ণমূর্তির কথায়, ‘এমন দৃশ্য দেখা যায় না। এটি বিরল ঘটনা।’ বাঘিনীর দেহের অবশিষ্ট অংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিকারি বাঘটিকেও শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার খবর পেয়ে ন্যাশনাল পার্কে পৌঁছেন ডব্লিউডব্লিউএফ এবং ডব্লিউটিএফের বিশেষজ্ঞেরা। তাদের দাবি, দুই বাঘের লড়াই বাধলে, একটি নতি স্বীকার না করা পর্যন্ত লড়াই চলতে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই দুর্বল পক্ষকে নিকেশ করেই শান্ত হয় বাঘ। কিন্তু, এখানে বাঘিনীকে মেরে তার মাংস খাওয়া হয়েছে, যেটা সাধারণত বাঘের স্বভাব নয়।-আনন্দবাজার পত্রিকা
×