ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড্রেনেজ সংস্কারের দাবি

প্রকাশিত: ০৪:৩৫, ২২ জানুয়ারি ২০১৯

ড্রেনেজ সংস্কারের দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর ময়ূর নদীসহ সংযুক্ত ২২ টি খালের সকল অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থা অবিলম্বে সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার বেলা ১১টায় খুলনা নগর ভবনের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় একই দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ শেখ মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহাসচিব শেখ আশরাফ উজ জামান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, মোঃ মিজানুর রহমান জিয়া, আয়কর আইনজীবী এসএম দাউদ আলী, উন্নয়ন কমিটির নেতা প্রমুখ। পুরস্কার বিতরণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও কলেজ গবর্নিংবডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজর আপেল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএস ইউডেট কমান্ডার লে. কর্নেল সর্দার আলী হায়দার, ডিজিএফআই উপ পরিচালক সৈয়দ মাহবুব রেজা, ২০৩ ব্রিগেডের ব্রিগেড মেজর হুমায়ন কবির প্রমুখ।
×