ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যের ২৮৩ পাঠ্যবই জব্দ ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:৩৪, ২২ জানুয়ারি ২০১৯

বিনামূল্যের ২৮৩ পাঠ্যবই জব্দ ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিনামূল্যের বিতরণের ২৮৩ পিস পাঠ্যবই জব্দ ও এক আসামি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে নগরীর আন্দরকিল্লা এলাকায় এ অভিযান পরিচালত হয়। পুলিশ জানায়, গ্রেফতার সেবাশীষ তালুকদার ওরফে জুয়েলের (২৮) বাড়ি পটিয়া থানার বানিগ্রাম এলাকায়। তিনি আন্দরকিল্লায় ‘প্রকাশ বিচিত্রা’ নামের একটি বই বিপণি প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট দেবাশীষ তালুকদার ওরফে আশীষ নামের আরও একজন পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করেন যে, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ প্রণীত এই বইগুলো তিনি ও এবং দোকান মালিক দেবাশীষ তালুকদার বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন। ইয়াবা কারবারি রোহিঙ্গার ১০ বছরের কারাদণ্ড স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার আদালতে ছদ্দার হোসেন নামে ইয়াবা মামলার এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিচারক। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এসটি মামলা নং ৯৩১/১৮ শুনানি শেষে রায় ঘোষণা করেন কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন। আসামি ছদ্দার হোসেন মিয়ানমারের মংডুর পেরাংপুরু গ্রামের মৃত জামাল হোসেনের পুত্র। রায় প্রদানকালে তিনি আদালতে হাজির ছিলেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট একরামুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুর রউফ।
×