ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৪:৩৩, ২২ জানুয়ারি ২০১৯

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২১ জানুয়ারি ॥ সোমবার বিকেলে নোয়াখালীর চৌরাস্তা-লাকসাম সড়কের বেগমগঞ্জ মিরওয়ারিশপুর মাদ্রাসার সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, লাভলি আক্তার (২৮), নুর জাহান বেগম (৩৫) ঘটনাস্থলে এবং অজ্ঞাতনামা দুজন পুরুষ হাসপাতালে নেয়ার পর মারা যায়। এ সময় আহত হয়েছে নারী ও শিশুসহ ২ জন। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ও বিপরীত দিক থেকে সিএনজি অটোরিক্সাটি আসছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও অটোরিক্সাটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। হতাহত সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হিমাচল পরিবহন গাড়িটি দ্রুতবেগে এসে একটি গাড়ি ওভারটেক করার সময় সিএনজি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা হয়। আহতদের প্রথমে বেগমগঞ্জ ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঠাকুরগাঁওয়ে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা ঠাকুগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ১১ মাইল নামকস্থানে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনিয়ন তাঁতিলীগের সাধারণ সম্পাদক লিটন আহমেদ (২৩) নিহত এবং তার ছোট ভাই নয়ন আহমেদ (১৯) গুরুতর আহত হয়েছে। আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। হতাহত দুই সহদোর সদর উপজেলার কুমারপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী জানায়, চাউলবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিটন আহমেদকে মৃত ঘোষণা এবং নয়ন আহমেদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মাগুরায় দুই জন নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সোমবার মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নলদাহ গ্রামে গতকাল সোমবার সকালে ইট বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও হাজীপুর সম্মিলনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অন্যদিকে মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় বাস চাপায় আপন বিশ্বাস (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত আপন বিশ্বাস রাজবাড়ী জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে। ফরিদপুরে মোটরবাইক আরোহী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটোরসাইকেল আরোহী নিহত এবং আরেক আরোহী আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম রবিন (২৮)। তবে তার বাড়ি ও পরিবারের কোন পরিচয় পাওয়া যায়নি। আহত মোটরসাইকেল আরোহী সাব্বির হোসন (৩০)। তিনি মাদারীপুরের কালকিনী উপজেলার ধোঁয়াশা গ্রামের বাসিন্দা। ঝিনাইদহে চালক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক শিমুল হোসেন (২০) নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পাগলা কানাই এলাকার এমকে ব্রিক্স নামক ইটভাঁটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন সদর উপজেলার বাড়ীবাথান এলাকার হারুন অর রশিদ ওরফে খোকনের ছেলে।
×