ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় এসআই ক্লোজড

প্রকাশিত: ০৪:৩০, ২২ জানুয়ারি ২০১৯

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় এসআই ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২১ জানুয়ারি ॥ মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি চেষ্টার অভিযোগের ঘটনায় পুলিশের এসআই সোহেল কদ্দুছকে ক্লোজড করা হয়েছে। রবিবার রাতে তাকে টাঙ্গাইল জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানিয়েছেন। উল্লেখ, শনিবার রাত আনুমানিক দুইটার দিকে মির্জাপুর থানার উপ-পরিদর্শক সোহেল কদ্দুছ সাদা পোশাকে ৬-৭ জন যুবককে নিয়ে গেড়ামারা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আলমাছ মিয়ার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। দরজা না খুলে আলমাছ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশ পরিচয় দেন। গভীররাতে বিনা কারণে ৬-৭ যুবকের উপস্থিতি জানতে পেয়ে বাড়ির মালিকের সন্দেহ হয়। এ সময় তিনি তার পরিবারের লোকজন ভয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে ঘেরাও করে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বদরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২১ জানুয়ারি ॥ রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-পৌরশহরের বালুয়াভাটার লিচুবাগান এলাকার আনছার আলীর ছেলে আল আমিন(২৪), ওবায়দুল হকের ছেলে ফজলে রাব্বী শুভ ওরফে কাবিলা (২৫), রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৫)। রবিবার রাতে আল আমিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন-ওই তিনজনের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ধারালো ক্ষুর, চাইনিজ কুড়াল ও মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
×