ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হওয়া প্রয়োজন ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:৩০, ২২ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হওয়া প্রয়োজন ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সাংবিধানিকভাবেই সুপ্রীমকোর্টের হাইকোর্ট বেঞ্চ দেশের বিভিন্ন বিভাগে স্থাপিত হয়ে বিচার কাজ পরিচালনা করে আসছিল। কিন্তু বর্তমানে ঢাকাকেন্দ্রিক হয়ে যাওয়ায় বিচারপ্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ বাস্তবায়ন হওয়া খুবই প্রয়োজন। চট্টগ্রামে আইনজীবী দোয়েল ও শাপলা ভবনে সিটি কর্পোরেশনের দেয়া দুটি লিফট উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন কথাগুলো বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি ছুরত জামালসহ অন্যরা।
×