ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর খাল দখলদারদের এক বিন্দু ছাড় নয় ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৪:২৬, ২২ জানুয়ারি ২০১৯

রাজধানীর খাল দখলদারদের এক বিন্দু ছাড় নয় ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খাল দখলদারদের এক বিন্দু ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার সকালে ধোলাইরপাড় এলাকা হতে কুতুবখালী খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন। মেয়র বলেন, খাল দখলদাররা যে মতাদর্শেও লোকই হোক বা যে দলেরই হোক না কেন কাউকেই এক বিন্দুও ছাড় দেয়া হবে না। এ সময় খাল দখলমুক্ত করার অংশ হিসেবে কুতুবখালী খালের ধোলাইরপাড় অংশে পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনও করেন। পরিদর্শনকালে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ জাহিদ হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর এবং কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। এ খালগুলোই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই। ঢাকা- নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের মধ্যে ৭৪ কিলোমিটারের ওপর থেকে ছোট বড় অবৈধ স্থাপনা ইতোমধ্যেই উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ করছে। এসব খাল দিয়ে ছোট ছোট নৌকা, ওয়াটার ট্যাক্সি চলতে পারে আমরা সেই ব্যবস্থা করব। সরেজমিনে দেখা গেছে, কুতুবখালী খালের দক্ষিণে ধোলাইপাড়, উত্তরে দক্ষিণ যাত্রাবাড়ীর দুই কিলোমিটারের বেশি দীর্ঘ কুতুবখালী খালের পুরোটাই গৃহস্থালির বর্জ্য এবং কচুরিপানায় ভর্তি। স্থানীয় লোকজন সকল প্রকার আবর্জনাই এই খালে ফেলেন। ফলে খালটি অতি দ্রুত ভরাট হয়ে যায়।
×