ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে জৌলুস ছড়াচ্ছেন দেশী ক্রিকেটাররা

প্রকাশিত: ০৫:৩৬, ২১ জানুয়ারি ২০১৯

 অবশেষে জৌলুস ছড়াচ্ছেন দেশী ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতে দেশী ক্রিকেটারদের দূর দূরান্তেও খুঁজে পাওয়া যায়নি। এখন দেশী ক্রিকেটাররাই জৌলুস ছড়াচ্ছেন। ব্যাটিং কিংবা বোলিং; সব বিভাগেই এখন দেশী ক্রিকেটাররা দাপট দেখিয়ে এগিয়ে আসছেন। বোলিংয়েতো দেশী বোলারদেরই জয় জয়কার। ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছেন দেশী ব্যাটসম্যানরা। তবে লীগ শেষ হওয়ার আগেই ব্যাটিংয়েও পুরো দাপট দেখার মিলতে পারে। ব্যাটিংয়ে এখন রাইলি রুশোই আছেন তালিকার শীর্ষে। তিনি ৭ ম্যাচে ৪ হাফ সেঞ্চুরিতে ৮৭.২৫ গড়ে ৩৪৯ রান করেছেন। টানা একের পর এক ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে চলেছেন রুশো। প্রথম ম্যাচের পর রংপুর রাইডার্সের এ ব্যাটসম্যান টানা ৬ ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছেন। একটি ম্যাচেতো দক্ষিণ আফ্রিকান এ ব্যাটসম্যান ৮৩ রান করেছেন। আরেকটি ম্যাচে অপরাজিত ৭৬ রান করেন। সর্বশেষ টানা দুই ম্যাচে তার আছে দুটি হাফ সেঞ্চুরি (৫৮ ও ৬১ রান)। তার ধারে কাছেও এখন কোন ব্যাটসম্যান নেই। যাওয়াও কঠিন। যে ধারাবাহিকতা ধরে রেখেছেন রুশো, তা চালিয়ে যেতে পারলে এবার বিপিএলে সেরা রান সংগ্রাহকও হয়ে যেতে পারেন তিনি। রুশোর পরেই সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান (৪৮.৮০ গড়ে ২৪৪ রান) রয়েছেন। তৃতীয় স্থানে বিপিএল ছেড়ে চলে যাওয়া ডেভিড ওয়ার্নার (৩৭.১৬ গড়ে ২২৩ রান) রয়েছেন। তবে খুব শীঘ্রই তিনি এ স্থান হারাবেন। বিপিএলে যে আর দেখা যাবে না সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নারকে। চতুর্থ ও পঞ্চম স্থানেই রয়েছেন দেশী ব্যাটসম্যানরা। চতুর্থ স্থানে খুলনা টাইটান্সের জুনায়েদ সিদ্দিকী রয়েছেন। তিনি ২৯.০০ গড়ে ২০৩ রান করেছেন। পঞ্চম স্থানে আছেন মুশফিকুর রহীম। তিনি ৩৮.২০ গড়ে ১৯১ রান করেছেন। পরের যে স্থানগুলো সেটিতে দেশীদের দাপট রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান রুম্মন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, রনি তালুকদাররা দ্রুতই এগিয়ে আসছেন। ব্যাটিংয়ে সেরা পাঁচের দুটি স্থানে আছেন দেশী ব্যাটসম্যানরা। বোলিংয়েতো দেশী বোলারদেরই জয় জয়কার। এক নম্বরে আছেন তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্সের এ পেসার অসাধারণ বোলিং করছেন। ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের শফিউল ইসলাম (১৩ উইকেট)। তৃতীয় স্থানে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (১২ উইকেট) ও চতুর্থ স্থানে ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান (১০ উইকেট) রয়েছেন। পুরোই দাপট দেশী বোলারদের। পঞ্চম স্থানে চিটাগং ভাইকিংসের রবি ফ্রাইলিঙ্ক (৯ উইকেট) রয়েছেন। ব্যাটিংয়ে এখনও বিদেশী ব্যাটসম্যানদের দাপট আছে। তবে যেভাবে দেশী ব্যাটসম্যানরা নৈপুণ্য দেখাতে শুরু করেছেন, তাতে বিদেশী ব্যাটসম্যানদের দাপট শীঘ্রই কমতে পারে। আর বোলিংয়েতো শুধুই দেশী বোলারদের দাপট রয়েছে। দেশী ক্রিকেটাররা জৌলুস ছড়াচ্ছেন।
×