ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কল্পিত আখ্যানের সঙ্গে সমকালীন বাস্তবতার নাটক ‘যাদুর লাটিম’

প্রকাশিত: ০৫:২৪, ২১ জানুয়ারি ২০১৯

  কল্পিত আখ্যানের সঙ্গে সমকালীন বাস্তবতার নাটক ‘যাদুর লাটিম’

স্টাফ রিপোর্টার ॥ গল্পটা দুই দুষ্টু জিনের হলেও ঘটনাপ্রবাহে যুক্ত হয়েছে সমকালীন বাস্তবতা। মানুষের শিরায়-উপশিরায় অবিশ্বাসের বীজ বুনে দেয় জিনদ্বয়। ধর্মের অপব্যবহারে রাজ্যজুড়ে সৃষ্টি করে নৈরাজ্য। অবিরাম চলতে থাকে মানুষে মানুষে বিবাদ ও বিভেদ তৈরির ষড়যন্ত্র। এমন কাহিনীকে উপজীব্য করে বিস্তৃত হয়েছে কণ্ঠশীলনের নাটক ‘যাদুর লাটিম’। নোবেলজয়ী মিসরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের ‘এ্যারাবিয়ান নাইটস এ্যান্ড ডেজ’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাফিক হারিরি। নির্দেশনা দিয়েছেন কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত। রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে হয়ে গেল প্রযোজনাটি একাদশতম প্রদর্শনী। নাটকে কল্পিত এক নগরের ইফরিদ ও কুফরিদ নামের দুই দুষ্টু জিনের গল্প মিশে গেছে সমকালীন বিশ্ব বাস্তবতায়। মানুষের শিরা-উপশিরায় ঘুরে বেড়ানো ইফরিদ আর কুফরিদ জনমনে ছড়িয়ে দেয় সন্দেহ ও অবিশ্বাসের বিষ। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নগরজুড়ে সৃষ্টি করে নৈরাজ্যকর পরিস্থিতি। সেই সুযোগে নগরের গবর্নর কালো জাদুমন্ত্র দিয়ে জিন ইফরিদকে নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করে হীনস্বার্থে। পাশাপাশি তার অনুগত পুলিশ প্রধানকে দিয়ে যাবতীয় অপকর্মের বাস্তবায়ন ঘটায়। অন্যদিকে জিন কুফরিদ তিন হাজার বছর বন্দী থাকে জাদুর পাত্রে। পুলিশ প্রধান গামাসের সহায়তায় কুফরিদ বন্দীদশা থেকে মুক্ত হয়ে দেখে তার দুষ্টু বন্ধু ইফরিদ গবর্নরের হাতে বন্দী। গবর্নরের বৃত্তজাল তার মুক্তি পাবার একমাত্র উপায় হচ্ছে গবর্নরের অপঘাতে মৃত্যু। শুরু হয় দুই জিনের সম্মিলিত চক্রান্ত ও কারসাজি। সেই চক্রান্তের বলি হয় ব্যবসায়ী সানান, কোটিপতি কারাম, হামদানি, সালিমসহ এক তরুণী। এমন প্রেক্ষাপটে গবর্নর ও পুলিশ প্রধানের মাঝে জন্ম নেয় চরম দ্বন্দ্ব। সেই সুযোগে ইফরিদ ও কুফরিদ হয়ে ওঠে আরো বেশি বেপরোয়া। শহরজুড়ে চলতে থাকে তাদের অনাসৃষ্টি। এদিকে পুলিশ প্রধানও কালো জাদু থেকে মুক্ত হতে না পেরে একসময় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে। তবে শেষ রক্ষা হয় না। ইফরিদ আর কুফরিদরা বহাল তবিয়তে টিকে থাকে সমাজ, রাষ্ট্র ও পৃথিবীতে। দুষ্টু গবর্নরের হাতের পুতুল হয়ে রাতের অন্ধকারে কালো পোশাকে চালিয়ে যায় দুষ্কর্ম। প্রমাণ না থাকায় সব সময়ই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। সার্বক্ষণিক অপতৎপরতার সঙ্গে রোমান্টিকতার আভাস দেয় এক নারী মেহেরজানের সঙ্গে দুই পুরুষ পুলিশ প্রধান আর গবর্নরের প্রণয়। এভাবেই নানা ঘটনাপ্রবাহের ভেতর দিয়ে এগিয়ে যায় যাদুর লাটিমের কাহিনী।
×