ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অন্যত্র হত ৫

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, যুবলীগ নেতাসহ নিহত ৪

প্রকাশিত: ০৫:২৪, ২১ জানুয়ারি ২০১৯

 নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার  খাদে, যুবলীগ নেতাসহ  নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে রবিবার নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবলীগ নেতাসহ ৪ জন নিহত হয়েছে। নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ এক পরিবারের ৩ জন নিহত হয়। এছাড়া জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক এবং যশোরের মনিরামপুরে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজন নিহত হয়েছে। রবিবার ভোরে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের (এশিয়ান হাইওয়ে সড়ক) তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক ও মারুয়াদী এলাকার মৃত কাজেম আলীর ছেলে শহীদুল্লাহ মোক্তার (৫০), একই এলাকার জোহর আলীর ছেলে রাজু (৩০) বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন, (৩৫) বড় ফাউসা এলাকার ইনু বাবুর্চির ছেলে রিপন (৩২)। এ ঘটনার পর নিহতের লাশগুলো আড়াইহাজারের বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে চলছে মাতম। হাজারো নারী পুরুষ লাশ দেখার জন্য নিহতদের বাড়িতে ভিড় করে। খবর পেয়ে তালতলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার বেলা ১০টার দিকে প্রাইভেটকারটি টেনে তুলেন। পরে প্রাইভেটকার থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। প্রাইভেটকার থেকে লাশ উদ্ধারের সময় শত শত লোকজন ভিড় করে। সোনারগাঁ থানার পুলিশ জানায়, এ দুর্ঘটনায় ৪ জন নিহত হয় এবং একজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে সে কোন হাসপাতালে আছে তা জানতে পারিনি। কখন ঘটনাটি ঘটেছে তা কেউ বলতে পারেনি। ধারণা করা হচ্ছে, রাতে ও অথবা ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে সকাল ১০টায় লাশগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা চারজনের মৃতদেহ উদ্ধার করে। প্রতিটি মৃতদেহের পেট ফুলে গেছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে দুর্ঘটনায় গাড়িটি পানির মধ্যে পড়ে যাওয়ায় পানি খেয়েই তাদের মৃত্যু হয়েছে। লাশের সুরতাহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনরা জেলা প্রশাসক থেকে অনুমতি দিয়ে লাশগুলো দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন। শিশুসহ একই পরিবারের ৩ জন নাটোর ॥ নাটোরের বাগাতিপাড়ায় বালুভর্তি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বাশবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো রাজশাহীর চারঘাট থানার আড়ানী বাজার এলাকার আব্দুল খালেক (৪২), তার স্ত্রী সোনিয়া (৩০) ও শিশুকন্যা তাসফি (১০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আব্দুল খালেক ও তার স্ত্রী-সন্তান মোটরসাইকেলযোগে উপজেলার জামনগরে একটি বিয়ের বাড়ি থেকে নিজ বাড়ি আড়ানীতে ফিরছিলেন। পথে বাশবাড়ীয়া এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে এবং ট্রাকটি জব্দ করে। অন্যদিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় রবিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যুবক নিহত জামালপুর ॥ সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদ মিয়া (২০) নামের এক যুবক নিহত এবং সাগর আলী নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বাদেচান্দি-রনরামপুর রাস্তায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শরিফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় মধ্যপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঢেঙ্গারগড় মধ্যপাড়া গ্রামের দুই চাচাত ভাই মাসুদ মিয়া ও সাগর আলী রবিবার দুপুরে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বেলা দেড়টার দিকে স্থানীয় বাদেচান্দি-রনরামপুর সড়কের খলিশাকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাসুদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাগর আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার মোঃ শফিকুজ্জামান জানান মাসুদ মিয়ার মরদেহ স্বজনরা নিয়ে গেছে। ট্রাকচালক নিহত যশোর ॥ মণিরামপুরে পণ্যবাহী ট্রাক উল্টে আবু রাসেল খন্দকার (৩৭) নামে এক চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় মামুন ও বিপ্লব নামে দুইজন আহত হয়। আহত দুইজনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার ভোর রাতে যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের জালঝাড়া খালকান্দা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু রাসেল ঝালকাঠী জেলার নলসিটি প্রতাপপুরের হাবিব খন্দকারের ছেলে। আর আহত হেলপার মামুন হোসেন একই জেলার রাজাপুরের কানুদাসকাঠির মুদাচ্ছেরের ছেলে এবং বিপ্লব নলসিটি নূরপাড়ার আব্দুল আলী হাওলাদারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিম জানান, ভোরে সাতক্ষীরা থেকে সুপারি বোঝাই করে ট্রাকটি যশোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি জালঝাড়া খালকান্দা মোড়ে পৌঁছলে একটি বালুবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালকসহ তিনজন ট্রাকের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা করে তিনজনকে উদ্ধার করেন। কিন্তু এরই মধ্যে চালক আবু রাসেল মারা যান। আহত দুইজনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×