ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেট উপশহরে দুই রেস্তরাঁ কর্মচারীদের মধ্যে মারামারি ॥ পাল্টাপাল্টি মামলা

প্রকাশিত: ০৫:২৩, ২১ জানুয়ারি ২০১৯

  সিলেট উপশহরে দুই রেস্তরাঁ কর্মচারীদের মধ্যে মারামারি ॥ পাল্টাপাল্টি মামলা

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ নগরীর উপশহর মেন্দিবাগ পয়েন্টে হামলার শিকার অভিজাত ‘রেস্তরাঁ প্রেসিডেন্ট’ রবিবারও বন্ধ ছিল। পার্শ্ববর্তী অপর রেস্তরাঁ ‘শাকভাতের’ কর্মচারীদের হামলার কারণে রেস্তরাঁর ব্যাপক ক্ষতিসাধন হয়। হামলা ও ভাংচুরের ঘটনায় রেস্তরাঁর গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হলে রবিবার রেস্তরাঁ চালু করা যায়নি বলে রেস্তরাঁর এক পরিচালক জানান। উপশহরের প্রবেশ মুখে একটি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে অভিজাত রেস্তরাঁ প্রেসিডেন্ট ও প্রথম ফ্লোরে শাকভাত রেস্তরাঁর অবস্থান। রেস্তরাঁ আগত কাস্টমারদের গাড়ি পার্কিং নিয়ে দুটি রেস্তরাঁ কর্তৃপক্ষের মধ্যে সবসময়ই ঝগড়াঝাটি চলে আসছিল। শনিবার প্রেসিডেন্ট রেস্তরাঁর আগত এক খাবার গ্রহণকারীর সঙ্গে শাকভাত রেস্তরাঁর কর্মচারীদের অশালীন আচরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাঙ্গামার সৃষ্টি হয়। পরবর্তীতে মারামারির ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। প্রেসিডেন্ট রেস্তরাঁর পরিচালক জানান, শাকভাত রেস্তরাঁর কর্মকর্তা-কর্মচারী ৩০/৪০ জন মিলে শনিবার বিকেলে তাদের রেস্তরাঁয় হামলা ও ভাংচুর চালিয়েছে। এতে রেস্তরাঁর প্রায় পনেরো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আহত হয়েছেন কাস্টমারসহ কয়েক কর্মচারী। মিজান নামে আমাদের এক স্টাফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে শাকভাত রেস্তরাঁর পক্ষ থেকেও। রেস্তরাঁর সহকারী ম্যানেজার জসিম মিয়া বলেন, প্রেসিডেন্ট রেস্তরাঁর কর্মচারীরা আমাদের গার্ডকে মারধর করেছে। তারা আমাদের রেস্তরাঁ প্রথম ভাংচুর করেছে। আমাদের রেস্তরাঁর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ সদস্যরা আমাদের রেস্তরাঁর তিন কর্মচারীকে ধরে নিয়ে গেছে। হামলার ঘটনা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা আপস নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন বলে প্রেসিডেন্ট রেস্তরাঁর পরিচালক জানান। দুপক্ষের দায়ের করা অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।
×