ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃক্ষমানব আবুল বাজানদার ফের ঢাকা মেডিক্যালে ভর্তি

প্রকাশিত: ০৫:২৩, ২১ জানুয়ারি ২০১৯

 বৃক্ষমানব আবুল  বাজানদার  ফের ঢাকা  মেডিক্যালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ছয় মাস পর আবারও চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরে এলেন বৃক্ষমানব খ্যাত আবুল বাজানদার। রবিবার সকালে মাকে সঙ্গে নিয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। ঢামেক হাসপাতালের বার্ন এ্যান্ড সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্তলাল সেন ঘটনার সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে জানান, গত বছরের মে মাসে চিকিৎসকদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে অনেকটাই পালিয়ে চলে যান আবুল বাজানদার। ছয় মাস আগে থেকে কয়েকদফা মোবাইল করে তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য আসতে বললেও আবুল বাজানদার আসতে রাজি হননি। এখন আবারও তার হাত আগের অবস্থায় যাওয়া শুরু করলে তিনি হাসপাতালে ফিরে আসেন। ডাঃ সামন্তলাল জানান, বাজানদারের হাতের অবস্থা আবারও আগের মতোই হয়ে গেছে। এজন্য তার চিকিৎসা আজ (রবিবার) থেকেই শুরু হয়েছে। আগামীকাল (সোমবার) রক্ত, প্রস্রাবসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাকে ওষুধ পথ্য দেয়া হবে। প্রথম থেকে যে সব চিকিৎসা দেয়া হয়েছে। পুনরায় তা দেয়া হবে। এ বিষয়ে বৃক্ষমানব আবুল বাজানদার জানান, আজকে (রবিবার) সকালে এসেছি। মাকে সঙ্গে নিয়ে এসেছি। ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, সব হাত-পা আগের মতোই হয়ে গেছে।
×