ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিস্তা শুকানোর পেছনে ভারতের ভূমিকা নেই ॥ সিকিমের মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৩, ২১ জানুয়ারি ২০১৯

 তিস্তা শুকানোর পেছনে ভারতের ভূমিকা নেই ॥ সিকিমের মুখ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে এই মুহূর্তে অস্বস্তির কেন্দ্রে আছে যে তিস্তা নদী, সেটি ক্রমশ শুকিয়ে যাওয়ার পেছনে ভারতের কোন ভূমিকা নেই বলে দাবি করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। খবর বিবিসির। তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমেই, আর সিকিম তিস্তার ওপর একের পর এক জলবিদ্যুত কেন্দ্র নির্মাণ করার ফলেই এই নদীর প্রবাহ ক্রমশ শুকিয়ে যাচ্ছে বলে বহু পরিবেশবিদ ও বিজ্ঞানী মনে করে থাকেন। বস্তুত ‘তিস্তাতে একেবারেই জল নেই’ এই যুক্তি দেখিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিগত বেশ কয়েক বছর ধরে প্রস্তাবিত তিস্তা চুক্তির বিরোধিতা করে আসছেন। কিন্তু বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে সিকিমের মুখ্যমন্ত্রী চামলিং বলেছেন, আমরা যেভাবে জলবিদ্যুত প্রকল্পগুলো বানিয়েছি তাতে নদীর পরিবেশ বা বাস্তুতন্ত্রের কোন ক্ষতি হয়নি বললেই চলে। তিনি আরও দাবি করেছেন, সিকিম এতটাই দায়িত্বশীলভাবে তিস্তার ওপর বিভিন্ন জলাধার ও বাঁধ নির্মাণ করেছে যে তাতে গোটা রাজ্যের মাত্র সাতটি পরিবারকে আশ্রয়চ্যুত হতে হয়েছে। তিস্তার ভাটিতে যেসব অঞ্চল রয়েছে (অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) তাদের উদ্বেগের প্রতিও সিকিম সব সময় খেয়াল রেখে চলছে বলে মুখ্যমন্ত্রী চামলিং ওই সাক্ষাতকারে দাবি করেছেন। যদিও তিস্তা চুক্তি নিয়ে তিনি সরাসরি কোন মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। কারণ একটি ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রকাশ্যে কোন মন্তব্য করতে চাননি। তবে সিকিমের মুখ্যমন্ত্রী যেটাই বলুক না কেন, বিশেষজ্ঞের অনেকেই মনে করছেন ওই রাজ্যের অসংখ্য জলবিদ্যুত প্রকল্পের কারণে তিস্তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
×