ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর অফিস করার সময় বিদ্যুতবিভ্রাট, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৫:০১, ২১ জানুয়ারি ২০১৯

 প্রধানমন্ত্রীর অফিস করার সময় বিদ্যুতবিভ্রাট, তদন্ত কমিটি  গঠন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করার সময় কয়েক মিলিসেকেন্ডের জন্য বিদ্যুতবিভ্রাটের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের কয়েকটি বিদ্যুত কেন্দ্র আকস্মিক বন্ধ হয়ে যাওয়াতে এই বিদ্যুতবিভ্রাটের ঘটনা ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) হারুন অর রশিদকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, ডিপিডিসির প্রধান প্রকৌশলী (উত্তর) সৈয়দ আশরাফ আলী, ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রমনা সার্কেল) এ এফ এম মবিন ও ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী (গ্রিড উত্তর বিভাগ-১) তপন কুমার মন্ডল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিদ্যুত বিভাগের এক কর্মকর্তা জানান, এত অল্প সময়ের জন্য বিদ্যুত গিয়েছিল যে আলো বন্ধ হয়ে আব্বার জ্বলেছে এই যা। তবে কেন বিষয়টি ঘটল তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, আজ রবিবার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে যে কোন সময় এই ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ জনকণ্ঠকে বলেন, রাতের মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করে জমা দেয়া হবে। সিদ্ধিরগঞ্জে বিদ্যুত কেন্দ্র ট্রিপ (বন্ধ) হয়ে যাওয়াতে ভোল্টেজ ফ্লাকচুয়েট করেছিল। যা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ঠিক হয়ে গেছে। জানা গেছে সিদ্ধিরগঞ্জের ডাচ-বাংলা পাওয়ার প্লান্ট, ইজিসিবি’র পিকিং পাওয়ার প্লান্ট, ও পানকো পাওয়ার প্লান্টের বিদ্যুতবিভ্রাটে সচিবালয়ে ভোল্টেজ ফ্লাকচুয়েট করে।
×