ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৈঠকেও মতৈক্য হয়নি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩১ রোহিঙ্গাকে পুশব্যাকের চেষ্টা

প্রকাশিত: ০৪:৩৯, ২১ জানুয়ারি ২০১৯

 ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে  ৩১ রোহিঙ্গাকে  পুশব্যাকের চেষ্টা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু সীমান্ত রেখায় গত তিনদিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছে। প্রচ- শীত ও ঘনকুয়াশার মধ্যে ধানের জমিতে কাঁদার মধ্যেই তাদের দিন কাটাচ্ছে। রোহিঙ্গাদের বিষয়টি সমাধানের জন্য রবিবারসহ একাধিকবার বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হলেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। গত শুক্রবার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে। ৩১ জন রোহিঙ্গার মধ্যে ৬ জন নারী, ৮ জন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, রোহিঙ্গা বিষয়ে যাচাই বাছাই চলছে। তারা আসলে কোন দেশের নাগরিক এ বিষয়ে বিএসএফের সঙ্গে পুনরায় বৈঠক হবে।
×