ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এডুকেশনাল এ্যাওয়ার্ড পেলেন ড. মুনাজ

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জানুয়ারি ২০১৯

 টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এডুকেশনাল  এ্যাওয়ার্ড  পেলেন ড. মুনাজ

শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আমেরিকান লিডারশিপ বোর্ড কর্তৃক ‘টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এডুকেশনাল লিডারশিপ এ্যাওয়ার্ড-২০১৮’ পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘ব্যক্তিগত ক্যাটাগরিতে’ অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে ২০১৮ সালের ‘এক্সেপশনাল এডুকেটর’ ঘোষণা করে এ পুরস্কার প্রধান করে আমেরিকান লিডারশিপ বোর্ড কর্তৃপক্ষ। গত ৫ ডিসেম্বর ২০১৮ আমেরিকান লিডারশিপ বোর্ড অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে এ পুরস্কারের জন্য মনোনীত করেন। ১৬ জানুয়ারি ২০১৯ সালে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নিকট এ পুরস্কার হস্তান্তর করে আমেরিকান লিডারশিপ বোর্ড কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালনের আগে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইউটি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের অন্যতম সদস্য। -বিজ্ঞপ্তি
×