ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাসপোর্ট আইন ভঙ্গের দায়ে শিলচরের কারাগারে আটক ছিলেন

অসম থেকে ফেরত পাঠানো হলো ২১ বাংলাদেশীকে

প্রকাশিত: ০৪:৩৩, ২১ জানুয়ারি ২০১৯

 অসম থেকে ফেরত পাঠানো হলো ২১ বাংলাদেশীকে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের আসাম থেকে ২১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। পাসপোর্ট আইন ভঙ্গের দায়ে সে দেশের আদালত কর্তৃক ‘অবৈধ বাংলাদেশি সাব্যস্ত’ হয়েছিলেন তারা। শিলচরের কেন্দ্রীয় কারাগারে সাজাভোগের পর তাদের ফেরত পাঠানো হলো। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার তাদের করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশ তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পর এই বিতাড়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও নিউজ এইটিনের । বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারত থেকে বিতাড়িত হওয়া ওই ২১ বাংলাদেশির মধ্যে ২০ জন মুসলিম ও একজন হিন্দু সম্প্রদায়ভুক্ত। এদের মধ্যে দুই নারীও রয়েছেন। ভারতে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত পাসপোর্ট এ্যাক্ট লঙ্ঘন করে সেখানে থেকে যাওয়াসহ আরও কিছু অপরাধ সংঘটনের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়। কাছাড়ের পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলেছে, ওই বাংলাদেশিরা দুই বছর আগে আসামে প্রবেশ করেছিল। পাসপোর্ট আইন ভঙ্গের কারণে তাদের আটক করা হয়। বিতাড়ন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা দ্য হিন্দুকে বলেছেন, ‘কয়েক মাস আগে তাদের আটক করা হয় এবং শিলচরের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এদের মধ্যে ৬ জনকে কাছাড় জেলা থেকে আর ১১ জনকে করিমগঞ্জ থেকে আটক করা হয়।’ করিমগঞ্জ পুলিশের পক্ষ থেকে বিজনেস স্ট্যান্ডার্ডকে জানানো হয়, ‘ওই বাংলাদেশিরা কাছাড় কেন্দ্রীয় কারাগারের আটক কেন্দ্রে ছিল। বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে সেখান থেকে একটি বিশেষ বাসে করে তাদের সীমান্তে নেওয়া হয়’। আরেক ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ওই বাংলাদেশিদের হস্তান্তর করা হয়েছে। আসাম পুলিশের এক মুখপাত্রকে উদ্ধৃত করে নিউজ এইটিন জানায়, আসামের সীমান্ত পুলিশ ও বিএসএফ কর্মকর্তারা তাদের বিজিবির হাতে তুলে দিয়েছে।
×