ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কবি শঙ্খ ঘোষ

প্রকাশিত: ০৪:২৫, ২১ জানুয়ারি ২০১৯

একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কবি শঙ্খ ঘোষ

সংস্কৃতি ডেস্ক ॥ আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম দিন থেকে রাজধানীর বাংলা একাডেমির প্রাঙ্গণে শুরু হচ্ছে জাতীয় একুশে গ্রন্থমেলা। এক মাস ধরে চলা মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশের ভাষা আন্দোলনের ঐতিহ্য হিসেবে পরিচিত এই গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতি বছর একজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওপার বাংলার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ। বাংলাদেশে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বর্ষীয়ান কবি এই অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। অন্যদিকে কবি শঙ্খ ঘোষের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সুস্থ থাকলে এ বার ঢাকায় একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছরে ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে চটের টুকরোয় শরণার্থী লেখকদের ৩২টি বই সাজিয়ে ‘অমর একুশের গ্রন্থমেলা’ শুরু করেন তৎকালীন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের কর্ণধার চিত্তরঞ্জন সাহা। ১৯৭৮ সালে মেলাটি পরিচালনার দায়িত্ব নেয় ‘বাংলা একাডেমি’। ১৯৮৩ সালে একাডেমির প্রাঙ্গণে মেলা শুরুর আয়োজন যখন চূড়ান্ত, তখন তৎকালীন হুসেইন মুহম্মদ এরশাদের সেনাশাসনের বিরুদ্ধে ছাত্র মিছিলে সেনাবাহিনী ট্রাক তুলে দিয়ে দুই ছাত্রকে হত্যা করে। এ ঘটনায় সে বছর আর মেলা হয়নি। কিন্তু ১৯৮৪ সাল থেকে অনেকটাই সাড়ম্বরে শুরু হয় একুশের বইমেলা। ২০১৪ সালে মেলা বর্ধিত করে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত ছড়িয়ে দেয়া হয়।
×