ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থানে সোয়াইন ফ্লু ॥ ৪০ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

প্রকাশিত: ০৪:১৬, ২১ জানুয়ারি ২০১৯

  রাজস্থানে সোয়াইন ফ্লু ॥  ৪০ জনের মৃত্যু,  আক্রান্ত সহস্রাধিক

ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজার। বিদেশী পর্যটকে মুখরিত থাকা রাজস্থানে এ প্রাদুর্ভাব বড় আকারে শুরু হলেও দিল্লীর মতো স্থানেও সোয়াইন ফ্লুতে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। সাধারণত শীতকালে ভারতের পশ্চিম ও উত্তরের এলাকায় এ রোগের প্রাদুর্ভাব বাড়ে। খবর আল জাজিরার। সোয়াইন ফ্লু প্রথম দেখা যায় শুকরের মধ্যে। পরে এতে সংক্রমিত হয় মানুষ। মারাত্মক সংক্রামক এ রোগের ভাইরাস আক্রান্তের শরীর থেকে অন্যদের আক্রান্ত করতে পারে। আনুষ্ঠানিকভাবে এর নাম ‘এইচ ওয়ান এন ওয়ান।’ উত্তর আমেরিকায় প্রাথমিকভাবে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ২০০৯ সালে সোয়াইন ফ্লুর বিষয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করে। ২০১০ সাল থেকে একে একটি মৌসুমী ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা হয়। গতবছর ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিল প্রায় ১৫ হাজার মানুষ। আর মারা গিয়েছিল এক হাজার ১০০ জন। এ বছর আবার সোয়াইন ফ্লু দেখা দেয়ার প্রেক্ষিতে গত শুক্রবার রাজস্থান স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।
×