ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব যুব সমাবেশের প্রস্তুতি, পানামা যাচ্ছেন পোপ

প্রকাশিত: ০৪:১৫, ২১ জানুয়ারি ২০১৯

 বিশ্ব যুব সমাবেশের  প্রস্তুতি, পানামা  যাচ্ছেন পোপ

পোপ ফ্রান্সিস ওয়ার্ল্ড ইয়ুথ ডে অনুষ্ঠানে ১ লাখ ৫০ হাজারের বেশি যুব ক্যাথলিকের সমাবেশ ঘটানোর জন্য বুধবার পানামায় তার প্রথম সফর শুরু করবেন। খবর এএফপি। গির্জার কর্মকর্তারা বলেছেন, ৮২ বছর বয়সের পোপ তার জন্মভূমি লাতিন আমেরিকার দারিদ্র্য, দুর্নীতি ও অভিবাসন সমস্যা নিরসনে ক্যাথলিক ক্যালেন্ডার অনুযায়ী গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উল্লেখ করবেন। পানামার আর্চবিশপ জোস ডোমিঙ্গো উলোয়া বলেছেন, আমাদের যুবকদের জন্য বিশেষ করে মধ্য আমেরিকার যুবকদের জন্য সুযোগ সৃষ্টির প্রয়োজন রয়েছে। উলোয়া রোমে এক প্রস্তুতি সফরে এসে বলেন, এ অঞ্চলে যুবকরা কঠিন বাস্তবতার মধ্যে পড়ে অভিবাসী হিসেবে দেশত্যাগ করে। নয়তো মাদক পাচার ব্যবসায় জড়িয়ে পড়ে। ২০১৩ সালে তার নির্বাচনের পরপরই রিওডি জেনিরোয় ও ২০১৬ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। ফ্রান্সিসের এটি হবে তৃতীয় বিশ্ব যুব অনুষ্ঠান। পোল্যান্ডে তিনি মধ্য ও পূর্বাঞ্চলের ইউরোপীয় দেশগুলোর রক্ষণশীল সরকারগুলোর প্রতি মধ্যপ্রাচ্যের শরণার্থীদের জন্য অভিবাসন প্রতিরোধ হ্রাসে চ্যালেঞ্জ ছুড়ে দেন। একইভাবে এগোবেন তিনি পানামায়ও। এলসালভাদর, নিকারাগুয়া ও হন্ডুরাসের যে সকল বাসিন্দা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কারাবাঁয় যোগ দিচ্ছে তাদের পক্ষে তিনি কথা বলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ভ্যাটিকানের মুখপাত্র এ্যালেসান্দ্রো জিসোত্তি বলেন, বিশ্ব যুব দিবসের সমাবেশে যে যুবকরা যোগ দিচ্ছে তাদের অনেকেই অভিবাসী। মধ্য আমেরিকার লাখ লাখ অধিবাসী উন্নত জীবনের প্রত্যাশা নিয়ে প্রতিবছর মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে।
×