ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়বাংলা স্লোগানে মুখরিত মাদ্রাসা প্রাঙ্গণ

প্রকাশিত: ০৩:৫৬, ২১ জানুয়ারি ২০১৯

 জয়বাংলা স্লোগানে মুখরিত মাদ্রাসা প্রাঙ্গণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওস্থ আল হুমাইরা মহিলা ফাজিল মাদ্রাসায় জঙ্গীবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়বাংলা স্লোগানে মুখরিত ছিল মাদ্রাসার প্রাঙ্গণে সুচিন্তার জঙ্গীবাদবিরোধী এ সমাবেশ। সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় চ্যাপ্টারের সমন্বয়ক এ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে জঙ্গীবাদবিরোধী আলেম ওলামা শিক্ষার্থীর এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিএমপির ডিসি (নর্থ) বিজয় বসাক। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অন্য মুসলমান এবং ভিন্ন ধর্মের মানুষ বেশি নিরাপদে থাকবে এটাই ইসলামের শিক্ষা। জিনাত সোহানা চৌধুরী বলেন, মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। নিরীহ মানুষ হত্যা করলে বেহেস্তের টিকেট পাওয়া যাবে একথা বলে যারা মানুষকে জঙ্গীবাদে উদ্বুদ্ধ করে তারা কখনও নিজেদের ছেলেমেয়ে এ ধরনের টিকেটের কথা বলে না। যারা ধর্মের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, মনগড়া ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে জঙ্গীবাদে উদ্বুদ্ধ করছে তাদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান তিনি। প্রধান বক্তা মাওলানা ফররুখ আহমেদ বলেন, কোন ছাত্র, শিক্ষকের আচরণে অস্বাভাবিক বা সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে কবর দিতে হবে।
×