ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশা সড়কে শৃঙ্খলা ফিরবে

চট্টগ্রামে আরও সাত রুটে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৩:৫৩, ২১ জানুয়ারি ২০১৯

 চট্টগ্রামে আরও সাত  রুটে ভারি যান  চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যানজট ও জনভোগান্তি কমাতে চট্টগ্রাম মহানগরীর আরও সাতটি রুটে দিনের বেলায় পণ্যবাহী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ নিয়ে মোট ১৫টি রুটে দিনের বেলায় ভারি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হলো। এতে করে সড়কে শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি দুর্ঘটনাও অনেক হ্রাস পাবে বলে আশা করছে পুলিশ প্রশাসন। সিএমপি সূত্রে জানানো হয়, নতুন করে যে সাতটি রুটে নিষেধাজ্ঞা জারি হলো সেগুলো হচ্ছে আকবর শাহ মোড় হতে জিইসিমুখী জাকির হোসেন রোড, পাহাড়তলী রেলক্রসিং হতে আকবর শাহ ক্রসিংমুখী সড়ক, পাহাড়তলী রেলক্রসিং হতে আমবাগানমুখী সড়ক, বড়পুল হতে বাদামতলী সড়ক, বারিক বিল্ডিং মোড় হতে বাদামতলী, কদমতলী উড়াল সেতু হয়ে নিউমার্কেটমুখী সড়ক এবং শিকলবাহা ক্রসিং হতে তৃতীয় কর্ণফুলী সেতু সড়ক।চট্টগ্রাম মহানগরীতে দিনের বেলায় ট্রাক, কাভার্ডভ্যান, লং ভেহিক্যাল, প্রাইম মুভারসহ অন্য পণ্য ও মালবাহী ভারি যানবাহন চলাচল, যত্রতত্র পণ্য উঠানামা ও পার্কিংয়ের কারণে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে যাত্রী সাধারণ এবং পথচারীদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তির মধ্যে। সার্বিক বিষয় বিবেচনা করে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। নগরীর এ রুটগুলোতে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ ধরনের ভারি যান চলতে পারবে না। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার আটটি রুটে দিনের বেলায় ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সিএমপি। রুটগুলো হচ্ছে বালুছড়া হতে অক্সিজেন, অক্সিজেন হতে ষোলশহর দুই নম্বর গেট, কাপ্তাই রাস্তার মাথা হতে বহদ্দারহাট টার্মিনাল, আটমার্সিং হতে স্টেশন রোড, কদমতলী (নিচের অংশ) হতে আটমার্সিংমুখী, কর্ণফুলী নতুন ব্রিজ হতে বাকলিয়া ও কোতোয়ালি থানামুখী, মাঝিরঘাট হতে নিউমার্কেট এবং নেওয়াজ হোটেল হতে সিটি কলেজেমুখী সড়ক। গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি মোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারান সরকারী সিটি কলেজের ছাত্রী সোমা বড়ুয়া। এ ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরীতে দিনের বেলায় পণ্যবাহী ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি প্রদান করে।
×