ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

প্রকাশিত: ০৩:৪৯, ২১ জানুয়ারি ২০১৯

 কক্সবাজারে বন্দুকযুদ্ধে  ইয়াবা কারবারি  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে মোস্তাক আহমদ প্রকাশ মুছু নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। বিজিবি ও পুলিশের তিন সদস্য আহত হয়েছে। নিহত মোস্তাক স্থানীয় জাকির হোসেনের পুত্র। রবিবার ভোরে জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। টেকনাফ- ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, শনিবার সন্ধ্যায় টেকনাফউত্তর জালিয়াপাড়ায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে নামে। এ সময় এলাকা থেকে মোস্তাককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে কিছু ইয়াবা আছে। তাকে নিয়ে জালিয়াপাড়ায় অভিযানে গেলে এক পর্যায়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে ইয়াবা কারবারিরা গুলি করে আটক মোস্তাক আহমদকে কেড়ে নেয়ার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি-পুলিশও পাল্টা গুলি চালায়। তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাককে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×