ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৭, ২১ জানুয়ারি ২০১৯

 নীলফামারীতে শতবর্ষী  গাছ কাটার প্রতিবাদে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা শহরের সার্কিট হাউস সড়কের ডিসি ও এসপি অফিসের সামনে শতবর্ষী ঐতিহ্যবাহী তাজা কাঠ বাদাম জীবিত গাছ নিধনের চক্রান্তকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচী পালন করা হয় শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ের স্মৃতিঅম্লান চত্বরে। কর্মসূচী শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। নীলফামারীবাসীর ব্যানারে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নীলফামারীর শহরে শতবর্ষী ঐতিহ্যবাহী তাজা কাঠবাদাম জীবিত গাছ নিধনের চক্রান্ত করা হচ্ছে। আপনারা এটা আমলে নিন। বিচার করুন। জেলা পরিষদ গাছ কেটে প্রমাণ করেছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে।
×