ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চবিতে ৪ দিনব্যাপী জাতিসংঘ সম্মেলন

প্রকাশিত: ০৩:৪৬, ২১ জানুয়ারি ২০১৯

 চবিতে ৪ দিনব্যাপী  জাতিসংঘ  সম্মেলন

চবি সংবাদদাতা ॥ শিক্ষা, মেধা ও মননশীলতা এই তিনটি গুণের চর্চাকে আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা পঞ্চমবারের মতো আয়োজন করতে চলেছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০১৯।’ চলতি মাসের ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই অধিবেশন। রবিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিদওয়ানুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার মাধ্যমে সুদৃঢ় ভবিষ্যত নির্মাণ।’ চারদিনব্যাপী এই সম্মেলনে দেশ ও দেশের সীমা ছাড়িয়ে বাংলাদেশসহ মালয়েশিয়া, আফগানিস্তান, ভারত নেপাল এবং ইন্দোনেশিয়ার ৪৫টি প্রথিতযশা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছেন ৩৫০ শিক্ষার্থী ও ২৯ জন বিচারক।
×