ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফসলি জমিতে পুকুর ॥ ইউপি চেয়ারম্যানের জেল

প্রকাশিত: ০৩:৪৫, ২১ জানুয়ারি ২০১৯

 ফসলি জমিতে  পুকুর ॥ ইউপি  চেয়ারম্যানের  জেল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খননের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ৭ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল। সমর কুমার পাল জানান, অবৈধভাবে ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খননের অভিযোগে এর আগে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু আইন অমান্য করে পুনরায় জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করতে থাকায় শনিবার বিকেলে উপজেলার তিওরকুড়ি বিল এলাকায় অভিযান চালানো হয়।
×