ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিড়ম্বনা ছাড়াই ৫ মিনিটে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৩:৪৫, ২১ জানুয়ারি ২০১৯

 বিড়ম্বনা ছাড়াই ৫ মিনিটে   বিদ্যুত সংযোগ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২০ জানুয়ারি ॥ ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আওতাধীন বোয়ালমারী জোনাল অফিসের উদ্যোগে শহর ও গ্রামাঞ্চলে ভ্যান যোগে শুরু হয়েছে আলোর ফেরিওয়ালা নামে ৫ মিনিটে নতুন বিদ্যুত সংযোগ কার্যক্রম। ভ্যানগুলোতে থাকছে বিদ্যুতের মিটার, তারসহ নতুন বিদ্যুত সংযোগ দেয়ার সকল সরঞ্জাম। গ্রাহক বিদ্যুত সংযোগ চাইলে তাৎক্ষণিক সব প্রক্রিয়া শেষ করে মাত্র ৫ মিনিটেই পাচ্ছেন নতুন বিদ্যুত সংযোগ। বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মোঃ সানোয়ার হোসেন রবিবার সকালে ভ্যানে বিদ্যুত সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন বিদ্যুত সংযোগ দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। হয়রানি, ভোগান্তি ও বাড়তি অর্থ খরচ ছাড়াই গ্রাহকরা এ সংযোগ পাচ্ছেন। ওইদিন বোয়ালমারী জোনাল অফিসের অধীনে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ২টি ভ্যান যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। অফিস সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলায় ১টি ভ্যান ও আলফাডাঙ্গা উপজেলায় ১টি ভ্যান দিয়ে আলোর ফেরিওয়ালা নামে শুরু হয়েছে এ কার্যক্রম। প্রত্যেক ভ্যানের সঙ্গে একজন এজিএম (কম), একজন পরিদর্শক, দুইজন লাইনম্যান ও ওয়্যারিংম্যান রয়েছে। বোয়ালমারী বাজার, গুনবহা তালতলা, কামারগ্রাম, ছোলনা গ্রামে ১০ গ্রাহক ও আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা, মিঠাপুর ও ইছাপাশায় ১০ জন গ্রাহক প্রথম দিন নতুন বিদ্যুত সংযোগ পেলেন।
×