ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পীরগঞ্জে সাত সম্ভাব্য প্রার্থীর নানা প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৩:৪৪, ২১ জানুয়ারি ২০১৯

 পীরগঞ্জে সাত সম্ভাব্য প্রার্থীর নানা প্রতিশ্রুতি

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২০ জানুয়ারি ॥ আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি, জাপা ও ওয়ার্কার্স পার্টিসহ ৭ প্রার্থী গণসংযোগ ও প্রচারে ব্যস্ত রয়েছে। ভোটারদের কাছে দৌড়ঝাঁপ শুরু করাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ প্রজন্মের জনপ্রিয় প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লবসহ ৭ প্রার্থী এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। রেজওয়ানুল হক বিপ্লব উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য গত ৫ বছর ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে ভোটার ও নানা শ্রেণীপেশার মানুষের মন জয় করার চেষ্টা। তিনি উপজেলাকে ডিজিটালসহ। মাদক, সন্ত্রাসমুক্ত ও নানা ধরনের উন্নয়ন করে উপজেলাকে নতুন আঙ্গিকে সাজাবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। গত বছর ২৫ বছর ধরে তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ সংগঠনের সঙ্গে জড়িত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের মাঝে প্রচার করছেন। এছাড়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, বিএনপির বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জাপার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইসাহাক আলী, সম্পাদক ফয়জুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মোঃ ফয়জুল গণসংযোগ করছেন। ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
×