ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাবিংয়ে গাজী রাকায়েতের চলচ্চিত্র ‘গোর’

প্রকাশিত: ০৭:২২, ২০ জানুয়ারি ২০১৯

ডাবিংয়ে গাজী রাকায়েতের চলচ্চিত্র ‘গোর’

স্টাফ রিপোর্টার ॥ ‘গল্পটি একটি গোরখোদককে নিয়ে। তিনি কোন প্রফেশনাল গোরখোদক নন। গ্রামে গ্রামে যুগ যুগ ধরে গোর খুঁড়ে বেড়ান। তিনি চিন্তা করেন এক শ’টি গোর খুঁড়লে পরকালে পুণ্য হবে। এর জন্য দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে ভিক্ষা করেন আর গোর খুঁড়ে বেড়ান। এর মাধ্যমে গ্রামের অনেক চরিত্রের লোকের সঙ্গে তার পরিচয় ঘটে। এর মধ্যে কেউ জেলে, কৃষক, তাঁতী আবার কেউ ভিন্ন কোন পেশায় জড়িত। গল্পের মধ্যে প্রেম-ভালবাসাও জড়িত’। নিজের নতুন চলচ্চিত্র ‘গোর’ প্রসঙ্গে এমনই কথা বললেন নির্মাতা গাজী রাকায়েত। দীর্ঘ ছয় বছর পর আবারও নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন এ নির্মাতা ও অভিনেতা। গেল বছরের শেষের দিকে তিনি ‘গোর’ চলচ্চিত্রের শূটিং শেষ করেন। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই। এছাড়া এতে আরও দেখা যাবে অভিনেত্রী মৌসুমী হামিদ, একে আজাদ সেতু, শামিমা তুষ্টি ও মামুনুর রশিদকে। এটি গাজী রাকায়েত পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘মৃত্তিকা মায়া’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি বলেন, এডিটিং শেষ হয়ে ডাবিংয়ের কাজ চলছে। এরপরে মিউজিকসহ অন্যান্য কাজ শেষ করে এপ্রিলের দিকে সেন্সরে জমা দেয়ার ইচ্ছা রয়েছে। তার পরেই ‘গোর’ মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন তিনি।
×