ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রানা প্লাজার পঙ্গু শ্রমিকদের পাট পণ্য বাণিজ্যমেলায়

প্রকাশিত: ০৭:০৫, ২০ জানুয়ারি ২০১৯

রানা প্লাজার পঙ্গু শ্রমিকদের পাট পণ্য বাণিজ্যমেলায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে প্রায় ১ হাজার ১৪০ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয়। প্রাণে না মরলেও সেই দুর্ঘটনায় আহত হন আরও অনেকে। তারা এখন পঙ্গু অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন। এসব ভাগ্য বিড়ম্বিতদের মধ্য থেকে ২০ জন প্রশিক্ষণ নিয়ে তৈরি করছেন পাটজাতীয় পণ্য। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রয়েছে একটি স্টল। সেখানে পাওয়া যাচ্ছে তাদের তৈরি পাটের নানা ধরনের ব্যাগ জাতীয় পণ্য। সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিউটিফুল ওয়ার্কের কর্ণধার আফজাল হোসেন বলেন, ‘স্টলে যত ধরনের পণ্য দেখা যাচ্ছে, সবই রানা প্লাজা ভবন ধসের সময় আহতদের হাতে তৈরি।’ দুর্ঘটনার শিকার এই মানুষগুলো যাতে প্রশিক্ষণ নিতে পারে সেজন্য বিভিন্ন সময় আর্থিক সহায়তাও দেয়া হয়েছে বলে জানান তিনি। আফজাল হোসেন জানান, বর্তমানে বিউটিফুল স্টোর ফাউন্ডেশন ও পিস ফাউন্ডেশন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ২০ শ্রমিকের পুনর্বাসনের কাজ করে যাচেছ। এ জন্য তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখন তারা নিজেরাই পাটজাতীয় পণ্য তৈরি করতে পারেন। আর এসব পণ্য বিক্রি করে যা লাভ হয়, সেটার অংশও তাদের মধ্যে ভাগাভাগি করা হয়।’ ইন্দো-বাংলা অটোমোটিভ শো শুরু ২৮ ফেব্রুয়ারি অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে শুরু হবে দ্বিতীয় ইন্দো-বাংলা অটোমোটিভ শো। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবিতে ৪ দিনের এই প্রদর্শনীর আয়োজন করছে সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল মেনুফ্যাকচারার্স (এসআইএএম)। এ উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজেদের সর্বশেষ প্রযুক্তি নিয়ে এতে অংশ নিচ্ছে কয়েকটি অটোমোবাইল ও অটোমোটিভ কোম্পানি। গ্রাহকদের কাছে সর্বশেষ তথ্য পৌঁছে দিতে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার ও সার্ভিস এজেন্টরা।
×