ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিটকে গেলেন হ্যাজলউড

প্রকাশিত: ০৬:৪৯, ২০ জানুয়ারি ২০১৯

ছিটকে গেলেন হ্যাজলউড

স্পোর্টস রিপোর্টার ॥ পিঠের ইনজুরির কারণে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জস হ্যাজলউড। তার স্থানে দলে ডাকা হয়েছে জাই রিচার্ডসনকে। গত বছরও এই একই কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন অসি টেস্ট সহ-অধিনায়ক। এদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা তরুণ রিচার্ডসন শ্রীলঙ্কার বিপক্ষে পেস আক্রমণ বিভাগে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও পিটার সিডলের সঙ্গে যোগ দিচ্ছেন। অস্ট্রেলিয়া টেস্ট দল ॥ টিম পেইন (অধিনায়ক), জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনুস লাবুশাগনে, নাথান লেয়ন, উইল পুকোভস্কি, ম্যাট রেন শ, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, পিটার সিডল। একেবারেই নিভে গেল ফ্লাডলাইট! স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট ম্যাচ চলার মাঝে ফ্লাডলাইট নিভে যাওয়া বিরল কোন ঘটনা নয়। বাংলাদেশেই এমন ইতিহাস আছে। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় যখন এমন ঘটনা ঘটে তখন নড়েচড়ে বসতেই হয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে হুট করেই নিভে গেল ফ্লাডলাইট। তাও আবার একটি নয়; দুটি। এই অনাকাক্সিক্ষত ঘটনা নিয়ে এখন তোলপাড় চলছে অনেক সমস্যায় জর্জরিত ক্রিকেট অস্ট্রেলিয়ায় (সিএ)।
×