ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যহাতির আক্রমণে মা ও শিশু আহত

প্রকাশিত: ০৬:৪১, ২০ জানুয়ারি ২০১৯

বন্যহাতির আক্রমণে মা ও শিশু আহত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ১৯ জানুয়ারি ॥ বন্যহাতির আক্রমণে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মধ্যম শাহমীরপুর গ্রামে মা ও এক শিশু আহত হয়েছে। আহতরা হলেন- শাহমীরপুর গ্রামের মোঃ সেলিমের স্ত্রী রুনা আকতার (২৮) ও শিশুপুত্র সায়মন (৭)। শনিবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামসহ বন বিভাগের কর্মচারী হাতি তাড়াতে ঘটনাস্থলে যান। আহত শিশুসহ দুইজন চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, বন্যহাতির দল কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় ১৫-২০ দিন ধরে পাহাড়ি এলাকায় অবস্থান করছে। পাহাড়ের আশপাশে অবস্থান করার কারণে লোকজন ভীতসন্ত্রস্ত রয়েছেন। শনিবার সকালে স্থানীয় একটি দোকান থেকে মালামাল কিনে বাড়ি ফেরার সময় হাতির আক্রমণের শিকার হন মা ও শিশুটি।
×