ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা ॥ কালিয়াকৈরে মানববন্ধন, ভাংচুর

প্রকাশিত: ০৬:৪১, ২০ জানুয়ারি ২০১৯

চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা ॥ কালিয়াকৈরে মানববন্ধন, ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছাত্রকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করেছে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাংচুর ও মহাসড়ক অবরোধ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈরের চন্দ্রাস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র হযরত ওমর (১৪) গত বৃহস্পতিবার ছুটির পর বিদ্যালয় থেকে বাসায় ফিরছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা বাস স্টপেজ হতে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাসে উঠে সে। এ সময় ওমরকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ওই বাসের হেলপার। এতে মাটিতে পড়ে একই বাসের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে নিহত হয় হযরত ওমর। এ ঘটনার প্রতিবাদে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি এবং ও ফুটপাথ দখলমুক্ত মহাসড়কের দাবিতে শনিবার সকালে ওই বিদালয়ের পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাংচুর ও মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল ব্যহত হয়।
×