ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫শ’ কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ০৬:৩৯, ২০ জানুয়ারি ২০১৯

১৫শ’ কেজি জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুলসংখ্যক জাটকা ইলিশ জব্দ করেছে। জাটকা ইলিশ ধরা বন্ধে অব্যাহতভাবে জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন বাহিনীর প্রধান রিয়ার এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত নৌবাহিনীর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, শনিবার ভোর সাড়ে পাঁচটায় কোস্টগার্ড নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদীতে অভিযান চালায়। অভিযানে ১৫শ’ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। জব্দ জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। পরে জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় গরিব দুস্থদের মাঝে ও এতিমখানায় বিতরণ করা হয়। কাল পূর্ণ চন্দ্রগ্রহণ আগামীকাল ২১ জানুয়ারি সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিট বিএসটিতে গ্রহণ শেষ হবে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে। -বাসস
×