ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত: ০৬:০৯, ২০ জানুয়ারি ২০১৯

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ জানুয়ারি ॥ কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি এলাকায় ৫ জন, বুড়িচং এলাকায় ২ জন ও আদর্শ সদর উপজেলা এলাকায় ১ জনসহ শনিবার পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে পথচারী দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামের আবুল খায়েরের স্ত্রী নুরুন্নেছা (৩০), বাসযাত্রী তিতাস উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাগর (২৮) ও অজ্ঞাত আরও এক যাত্রীসহ ৩ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ২০ যাত্রী। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ওই বাসটি দাউদকান্দি আসার পর এক পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় এক নারী পথচারী ঘটনাস্থলে এবং বাসে থাকা দুই যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, শনিবার ভোর ৫টার দিকে একই উপজেলার ইলিয়টগঞ্জ সংলগ্ন মোবারকপুর এলাকায় গ্রীনলাইন পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেলে বাসের সুপারভাইজার ও হেলপারসহ দু’জন নিহত হন। নিহতরা হলেন- বাসের সুপারভাইজার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের কায়কোবাদের ছেলে ফয়সাল (৩০) ও বাসের হেলপার মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাজীকান্দা গ্রামের ইদ্রিস শেখের ছেলে মনোয়ার শেখ (২৫)। এ দুর্ঘটনায় বাসের ৩ যাত্রী আহত হয়েছেন। এছাড়া ময়নামতি হাইওয়ে থানার এসআই এখলাছ উদ্দিন জানান, শনিবার বিকেল ৩টার দিকে মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে প্রাইভেটকারের যাত্রী টাঙ্গাইল সদর থানার পশ্চিম আকুর টাকুরপাড়া গ্রামের মৃত আশেক আলীর ছেলে মজিবুর রহমান (৫০) ও একই থানার আশেকপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে হুমায়ুন কবির (৪৮) নিহত হন। তারা এসএফএস নামক একটি এনজিও কর্মকর্তা। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ২ জন আহত হন। এদিকে স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় ময়নামতি হাইওয়ে থানার অদূরে হাইওয়ে পুলিশের র‌্যাকারের চাপায় পিষ্ট হয়ে আশুরি ম-ল (২২) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার খয়রামন্দা গ্রামের সজিব ম-লের স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত দুই ॥ স্টাফ রিপোর্টার জানান, শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতরা হলো- বাসের চালক আনোয়ার হোসেন (৫৫) ও ট্রাকের হেলপার ইউনুস (২৭)। মৃত আনোয়ার হোসেনের বাড়ি সিলেট মৌলভীবজারের কমলগঞ্জে এবং ইউনুসের বাড়ি নাটোর জেলায়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। খুলনায় কিশোর ॥ স্টাফ রিপোর্টার জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম মোঃ রাব্বী (১৭)। পুলিশ জানায়, শনিবার সকালে নগরীর লবণচরা এলাকা থেকে রাব্বীর লাশ এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত রাব্বী নগরীর মহম্মদনগর এলাকার ব্যবসায়ী মোঃ সরোয়ারের ছেলে। পুলিশের ধারণা, শুক্রবার রাতের কোন এক সময় লবণচরা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাব্বী নিহত হয়। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লালমনিরহাটে চালক ॥ নিজস্ব সংবাদদাতা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতিবান্ধা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম (২১) নিহত হয়েছেন। ওই ঘটনায় হেলপার ইসমাইল হোসেন (১৮) গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়খাতার দোয়ানী-রমনীগঞ্জ আকিজ কোম্পানির মাঠের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ডিমলাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বুড়িমারীগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম ও তার হেলপার ইসমাইল হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে হাতিবান্ধা হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম মারা যান। ঈশ্বরদীতে স্কুলছাত্র ॥ স্টাফ রিপোর্টার জানান, শনিবার বিকেলে ঈশ্বরদীর বিবিসি বাজার রোডে ট্রাক্টরের নিচে পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র ফাইম (৯) নিহত হয়েছে। সে বিবিসি বাজার এলাকার ফজলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বিলকেদার আখ ক্রয়কেন্দ্র থেকে আখবোঝাই করে একটি ট্রাক্টর পাবনা সুগার মিলে যাচ্ছিল। এ সময় পথচারী ফাইম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ চলন্ত ট্রাকটরের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
×