ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় তরুণী হত্যা

প্রকাশিত: ০৬:০৬, ২০ জানুয়ারি ২০১৯

ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় তরুণী হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের গুরগাঁওয়ে এক ব্যক্তি তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা প্রত্যাহার করে নিতে রাজি না হওয়ায় অভিযোগকারী তরুণীকে জোর করে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। ধর্ষণ মামলায় শুক্রবার গুরগাঁও আদালতে ওই তরুণীর জবানবন্দী রেকর্ড করার কথা ছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত সন্দীপ কুমার তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় বলে দাবি করেন নিহত তরুণীর মা। এনডিটিভি। নিহত তরুণী ২০১৭ সালের মার্চে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। একই নাইট ক্লাবে ওই তরুণী নাচত এবং সন্দীপ ‘বাউন্সার’র কাজ করত। চার বছর ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। শুরু থেকেই সন্দীপ ধর্ষণ মামলা প্রত্যাহার করার জন্য তরুণীকে চাপ দিত বলে দাবি করেন তারা মা। বলেন, ‘শুক্রবার ভোরের দিকে সন্দীপ আমাদের নাথুপুরের বাড়িতে আসে এবং আমার মেয়ের সঙ্গে তার গাড়িতে কয়েক মিনিট একা কথা বলার সুযোগ দেয়ার অনুরোধ করে। মেয়ে গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে সে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। কয়েক ঘণ্টা পর ভোর ছয়টার দিকে সে ফোনে আমাকে মামলা তুলে নিতে বলে, নতুবা মেয়েকে হত্যার হুমকি দেয়।’ আদালতে জবানবন্দী দিতে তারা করনাল থেকে গুরগাঁও এসেছেন বলেও জানান তিনি। শুক্রবার পথচারীরা গুরগাঁও-ফরিদাবাদ সড়কের পাশে এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মৃতদেহের পরিচয় শনাক্ত করে।
×