ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তেলের ট্যাঙ্কে ফেন্সিডিল

প্রকাশিত: ০৪:৩০, ২০ জানুয়ারি ২০১৯

তেলের ট্যাঙ্কে ফেন্সিডিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ র‌্যাব-৮ এর সদস্যরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের তেলের ট্যাঙ্ক থেকে ৭০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়। শনিবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আটককৃতরা হলো ট্রাকের চালক যশোরের ঝিকরগাছা থানা সদরের বাসিন্দা আদম আলী (৪২) ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা রানা হোসেন (৩৫)। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, শুক্রবার রাতে র‌্যাব সদস্যরা সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন ব্রজবাকসা এলাকা থেকে পটুয়াখালীগামী একটি ট্রাকের তেলের ট্যাঙ্কের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জিলা স্কুল এবং সরকারী বালিকা বিদ্যালয়ের ৬০ মেধাবী শিক্ষার্থীর হাতে ডাক্তার শামসুল আলম স্কলারশিপ সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে ডাক্তার শামসুল আলম স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ শামসুল আলমের কন্যা ডাঃ শাহনাজ আলম। অনুষ্ঠানে ৭৫ বছর বয়সের ডাঃ শামসুল আলম তার অনেক স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার ও মোঃ শফিকুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ প্রদান করা হয়।
×