ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:২৮, ২০ জানুয়ারি ২০১৯

ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ জানুয়ারি ॥ শহরের একটি ছাত্রীনিবাসে ঢুকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির প্রচেষ্টার প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ ও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। পুলিশ বখাটে যুবক আসিফ ইকবাল চিন্ময়কে গ্রেফতার করেছে। শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে শহরের রাধানগর মহল্লার ডিগ্রী বটতলায় ছাত্রীনিবাস ঝর্ণা ভিলায় জোরপূর্বক ঢুকে নেশাগ্রস্ত অবস্থায় বখাটে যুবক আসিফ ইকবাল চিন্ময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত করে। এ সময় অন্যান্য ছাত্রীদের চিৎকারে ছাত্রীনিবাসের মালিক ফরিদুল ইসলাম ভুট্টু ও তার স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শনিবার দুপুরে পাবিপ্রবি ক্যম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মানববন্ধন করেন। সুষ্ঠু দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করা হয় মানববন্ধন থেকে।
×