ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষক, ভোক্তা ও মিল মালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সরকার সেই লক্ষ্যে কাজ করছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৭, ২০ জানুয়ারি ২০১৯

কৃষক, ভোক্তা ও মিল মালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সরকার সেই লক্ষ্যে কাজ করছে ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ জানুয়ারি ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, কৃষক, ভোক্তা, ও মিল মালিকরা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এই বিষয়গুলো বিবেচনায় এনে ধান-চালের মূল্য নির্ধারণে প্রয়োজনে নতুন নীতিমালা তৈরি করা হবে। শনিবার দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। চালের দাম বাড়েনি। নির্বাচনের সময় যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে বাইরে থেকে রাজধানীতে তেমন চাল আসতে পারেনি সে জন্যই কিছুটা দাম বেড়েছিল। এখন স্বাভাবিক মূল্য চলছে। নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নিজাম উদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ।
×