ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে দুই লঞ্চের চাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৪:২৭, ২০ জানুয়ারি ২০১৯

বরিশালে দুই লঞ্চের চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাট সংলগ্ন নদীতে দুই লঞ্চের চাপায় নৌকায় অবস্থান করা ইউনুস সরদার (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যচর গ্রামের বাসিন্দা। মেহেন্দিগঞ্জ থানার ওসি শাহিন খান প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানান, ইউনুস সরদার তার নাতি-নাতনিদের ঢাকা যাবার জন্য শুক্রবার বিকেলে একটি নৌকায় পাতারহাট লঞ্চঘাটে মাঝ নদীতে নোঙ্গর করে রাখা এমভি ইয়াদ লঞ্চে তুলে দিচ্ছিলেন। এ সময় এমভি চন্দ্রদ্বীপ নামের অপর একটি লঞ্চ এসে নৌকায় দাঁড়িয়ে থাকা ইউনুস সরদারকে এমভি ইয়াদ লঞ্চের সঙ্গে চাপা দেয়। মোহনগঞ্জে শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা ১৯ জানুয়ারি ॥ মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চার শ’ শিক্ষার্থীকে সুয়েটার ও জুতা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মাহমুদ আকন্দ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, প্রমুখ। ভার্সিটি সার্কেল মির্জাপুরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্প্রতি ভার্সিটি সার্কেল মির্জাপুর, টাঙ্গাইলের উদ্যোগে বংশাই স্কুল এ্যান্ড কলেজ, হাটুভাঙ্গা, মির্জাপুর, টাঙ্গাইলে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোশারফ হোসেন ও প্রফেসর ড. ফজলুল হক উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলো নিপ্রো জেএমএই ফার্মার সিইও মিজানুর রহমান। রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়, সার্কেলের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ অনুপম পোদ্দারের নেতৃত্বে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্কেলের প্রতিষ্ঠাতা বদর উদ্দিন। -বিজ্ঞপ্তি
×