ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইছামতির অবৈধ দখল উচ্ছেদ ও খনন দাবি

প্রকাশিত: ০৪:২৬, ২০ জানুয়ারি ২০১৯

ইছামতির অবৈধ দখল উচ্ছেদ ও খনন দাবি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ জানুয়ারি ॥ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খনন করে নদীতে পানি প্রবাহের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার পাবনা প্রেসক্লাবের সামনে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাফিউল ইসলাম বলেন, ইছামতি নদী খননের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার আহ্বায়ক এস.এম.মাহবুব আলমের সভাপতিত্বে এবং হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন সন্টু, পাবনা রিপোর্টাস ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট তসলিম হাসান সুমন, প্রফেসর কাজী আব্দুল ওয়াদুদ ইকবাল, সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামূল হক চৌধুরী টগর, বাপা জেলা সেক্রেটারি আব্দুল হামিদ খান, প্রাইম ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক মোঃ মঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান, এমবিএ ফোরামের সভাপতি আলহাজ আমিনুর রহমান খান, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী প্রমুখ। বক্তারা পাবনার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি শহরের ঐতিহ্যবাহী ইছামতি নদী উদ্ধার ও খনন করে নদীতে পানি প্রবাহের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কমনা করেন।
×