ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো

প্রকাশিত: ০৪:২৬, ২০ জানুয়ারি ২০১৯

ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ অন্ধ আফজাল ভিক্ষা করে সংসার চালায়। পৈত্রিক ভিটে ছিল ব্রহ্মপুত্র নদে ও গুজিমারীর চরে। ব্রহ্মপুত্র নদের করালগ্রাসে একদিন সব কিছু হারিয়ে আশ্রয় নেন অন্যের জায়গায়। এভাবে ৪ বার ভাঙ্গনের শিকার হয়ে আশ্রয় নেন উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে। এখানে দুই সন্তান নিয়ে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাতে থাকেন। বর্তমানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ কর্মসূচীর আওতায় ‘জমি আছে, ঘর নাই’ প্রকল্পের মাধ্যমে ঘর পেয়ে খুশি আফজাল ও তার পরিবার। আফজাল জানান, এখন নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের মতো সহায় সম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। উপজেলার হাতিয়া ইউনিয়নের চলাঞ্চলের পরিবারসহ দুর্গাপুর ইউনিয়নের ৪শ’ পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়েছেন। ঘর পেয়ে খুশি এসব গৃহহীন পরিবারগুলো। জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ কর্মসূচীর আওতায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের অধীনে উপজেলার নদী ভাঙ্গনকবলিত হাতিয়া ইউনিয়নে ২ শত ও দুর্গাপুর ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে একটি করে আধা পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। নদীভাঙ্গনের শিকার পরিবারগুলো যাদের জমি আছে ঘর নাই তাদের এ কর্মসূচীর আওতায় আনা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। হাতিয়া গ্রামের বিধবা তারামনী রবিদাস (৬৫) জানান, ‘নদীতে আমাদের ঘরবাড়ি সব ভেঙ্গে গেছে। ১৫ বছর ধরে মানুষের বাড়িতে থাকি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল ইসলাম জানান, চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সব মানুষকে ঘর দেয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল কাদের জানান, চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে বাকিদের পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আনা হবে।
×