ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ত্রাণ ও শীতবস্ত্র পেয়ে আত্মহারা সাবেক ছিটমহলবাসী

প্রকাশিত: ০৪:২৫, ২০ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীর ত্রাণ ও শীতবস্ত্র পেয়ে আত্মহারা সাবেক ছিটমহলবাসী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো কম্বল ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা হলো নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক ছিটমহলসহ তিস্তাপাড়ের অসহায় শীতার্ত মানুষ। শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক নাজিয়া শিরিন সাবেক ছিটমহল মুজিব নগর, নয়া বাংলা, আনন্দপুর ও নগর জিগাবাড়ি এবং তিস্তাপাড়ের খগাখড়িবাড়ি এলাকাসহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে ঘুরে স্বচোখে দেখে এক হাজার পরিবারকে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সহকারী কমিশনার পূদম পুষ্প চাকমা, সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার শাখী ছেপ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কান্তি ভুষণ রায়। ৬৮ বছর ধরে ছিটমহলের বন্দী জীবনের মুক্তিদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা জননী বলে ডাকেন ১১৭ বছরের বৃদ্ধা ২৮ নম্বর মুজিবনগর সাবেক ছিটমহলের বাসিন্দা ময়মন বেগম। এই বৃদ্ধা যখন জেলা প্রশাসনের হাত থেকে কম্বল ও খাদ্য সামগ্রীর প্যাকেট পেয়ে জানতে পারেন এ সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছে তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠেন। শুধু এই বৃদ্ধা নয় সাবেক ছিটমহলের সকল বাসিন্দা ও তিস্তাপাড়ের মানুষ মহাখুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হাত তুলে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন।
×