ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ওষুধ ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০৪:২৫, ২০ জানুয়ারি ২০১৯

নেত্রকোনায় ওষুধ ব্যবসায়ী খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৯ জানুয়ারি ॥ চব্বিশ ঘণ্টার ব্যবধানে শুক্রবার রাতে সদর উপজেলায় আরও এক ব্যক্তি খুন হয়েছে। এবারের ঘটনাটি ঘটেছে সিংহেরবাংলা ইউনিয়নের দিগলা-চাতালকোনা বাজারে। নিহত ব্যক্তির নাম হাদিছ মিয়া (৪৮)। তিনি দিগলা-চাতালকোনা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। হাদিছ মিয়া ওই বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। শনিবার সকাল ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে। জানা গেছে, স্থানীয়রা শনিবার সকালে বাজারের একটি দোকানঘরের পেছনে হাদিছ মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে নেত্রকোনা মডেল থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, ঘটনাটি হত্যাকা- বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের চোখের একপাশে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এর আগেরদিন বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা এলাকায় আশীষ কুমার সাহা (৪৮) নামে এক দোকান কর্মচারী খুন হয়। আশীষের বাড়ি আমতলা গ্রামে। মাদারীপুরে চালক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক আবুল মোল্লাকে (৪০) কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। শুক্রবার রাত ১০টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মেহেরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় যাত্রীবেশে দুই ছিনতাইকারী বাগেরহাট যাওয়ার কথা বলে আবুল মোল্লাকে টেকেরহাট বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে ভাড়া করে নিয়ে যায়। মোল্লারহাট উপজেলার মেহেরপুর নামক স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা আবুল মোল্লাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে টহল পুলিশ ও স্থানীয় লোকজন তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খুলনা নেয়ার পথে আবুল মারা যায়। নিহত আবুল রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি গ্রামের জানু মোল্লার ছেলে।
×