ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ॥ পাটমন্ত্রী

প্রকাশিত: ০৪:২১, ২০ জানুয়ারি ২০১৯

স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ॥ পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামের অসহায় ও গরিব মানুষ যেন কম খরচে চিকিৎসাসেবা পায় এ বিষয়ে স্থানীয় বেসরকারী হাসপাতালের মালিকদের সুদৃষ্টি থাকতে হবে। শনিবার সকালে তারাব পৌরসভার মন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ বেসরকারী হাসপাতালের মালিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় কম খরচে উন্নতমানের চিকিৎসা সেবা দিতে অঙ্গীকার করেন বেসরকারী হাসপাতালের মালিক পক্ষ। জেলা বেসরকারী হাসপাতাল মালিক সমিতির উপদেষ্টা ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আবদুল আলীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি ও মেমোরি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফারুক ভূইয়া, সহ-সভাপতি ডাঃ হালিম ভূইয়া, সিনিয়র সহসভাপতি ডাঃ রুহুল আমিন প্রমুখ। ঝিনাইদহে ট্রেন লাইন ১৮ ঘণ্টা পর স্বাভাবিক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৯ জানুয়ারি ॥ অবশেষে ১৮ ঘণ্টা পর ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের পাশে লাইনচ্যুত ইঞ্জিন ও ১টি বগি উদ্ধার করে রেল পথে উঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ১টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সে সময় রেললাইনের দু’টি স্থান ভেঙ্গে যায়। তারপর থেকেই খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোটচাঁদপুর স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে আসার পর কোটচাঁদপুর স্টেশন এলাকায় এসে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। সে সময় ট্রেনের ১টি বগিও লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-খুলনা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। রাত ১০টার দিকে পাকশি থেকে উদ্ধার ট্রেন আসার পর রাতভর চেষ্টা করে ইঞ্জিন ও বগি লাইনে উঠনো হয় এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়।
×