ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে যাত্রীবাহী বাসে দম্পতিকে জখম করে সর্বস্ব লুট

প্রকাশিত: ০৪:২১, ২০ জানুয়ারি ২০১৯

সাভারে যাত্রীবাহী বাসে দম্পতিকে জখম করে সর্বস্ব লুট

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ জানুয়ারি ॥ সাভারে একটি যাত্রীবাহী বাসে ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে জখম করে করে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার রাত অনুমান এগারোটায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মহুয়া আক্তার জানায়, স্বামী হাসানুজ্জামানসহ সে শুক্রবার রাতে সবুজ রঙের একটি যাত্রীবাহী বাসে চড়ে সাভারের হেমায়েতপুর থেকে সাভার বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়। বাসটি হেমায়েতপুর এলাকা পার হলে ভিতরে থাকা হেলপারসহ ৩/৪ জন দুর্বৃত্ত চলন্ত বাসের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে তাদের ২ জনকে এলোপাতাড়ি আঘাত করে সঙ্গে থাকা একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনার কিছু সময় পর সাভার মডেল থানার অন্তর্গত চামড়া শিল্প পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টহল টিম রক্তাক্ত অবস্থায় তাদের দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দৌলতপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৯ জানুয়ারি ॥ দৌলতপুর উপজেলার আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসাকে মৌলবাদ, জামায়াত-শিবির তৈরির কারখানা বলে মিথ্যা অপবাদ দেয়ার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশের বাধায় মিছিলটি প- হয়েছে। শনিবার দুপুর ১২টায় আল্লারদর্গা বাজারে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে। সম্প্রতি দৌলতপুরের কল্যাণপুরী পীরের দরবার শরীফের ওরশ মাহফিল উপলক্ষে আল্লারদর্গা বাজারে তোরণ নির্মাণ করতে গেলে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তোরণ নির্মাণে বাধা দেয়। এনিয়ে পীরের অনুসারীরা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে ১৭ জানুয়ারি একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরই প্রতিবাদে শনিবার আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে। পরে পুলিশের বাধায় তা পণ্ড হয়।
×