ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থাইল্যান্ডে গুলিতে দুই বৌদ্ধ ভিক্ষু নিহত

প্রকাশিত: ০৪:১৪, ২০ জানুয়ারি ২০১৯

থাইল্যান্ডে গুলিতে দুই বৌদ্ধ ভিক্ষু নিহত

থাইল্যান্ডের মুসলমান অধ্যুষিত দক্ষিণাঞ্চলে একটি মঠে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বৌদ্ধ ভিক্ষু নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। গত তিন বছরে ওই এলাকায় বৌদ্ধ ভিক্ষুদের ওপর হামলার ঘটনা এটাই প্রথম। বিবিসি। পুলিশ জানায়, দক্ষিণের নারাথিওয়াত প্রদেশের রাত্তানুপাপ মঠে শুক্রবার রাতে সরকারী নিরাপত্তা বাহিনীর পোশাক পরা ছয় বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা এবং ধর্মীয় নেতারা আদিবাসী মালয় অধ্যুষিত নারাথিওয়াত প্রদেশে এ হামলার নিন্দা জানিয়েছেন। এই প্রদেশের একাধিক বিচ্ছিন্নতাবাদী দল থাই সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই করছে। ২০০৪ সাল থেকে তীব্র হওয়া এই লড়াইয়ে প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ হাজারের বেশি মানুষ। থাইল্যান্ড বৌদ্ধ অধ্যুষিত দেশ হলেও মালয়েশিয়া সীমান্তবর্তী দক্ষিণের তিন প্রদেশে মুসলিম মালয়রা সংখ্যাগরিষ্ঠ। শুক্রবারের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
×